Tag Archives: লুঙ্গি পরে আসায় ‘পরাণ’ দেখতে সিনেপ্লেক্সে ঢুকতে দেওয়া হলো না বৃদ্ধকে

লুঙ্গি পরে আসায় ‘পরাণ’ দেখতে সিনেপ্লেক্সে ঢুকতে দেওয়া হলো না বৃদ্ধকে

 

বিনোদন ডেস্কঃ

রায়হান রাফি পরিচালিত রোমান্টিক ঘরানার সিনেমা ‘পরাণ’ দারুণ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের হৃদয়ে।

মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও হাউসফুল অনেক প্রেক্ষাগৃহ। সিনেমাটি দেখতে শুধু তরুণ-যুবারাই নয়; বৃদ্ধরাও ছুটে আসছেন প্রেক্ষাগৃহে। কিন্তু এমন সব উচ্ছ্বসিত সংবাদের মধ্যে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে ‘পরাণ’ দেখতে অনুমতি দেয়নি হল কর্তৃপক্ষ।

বুধবার রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ঘটেছে এ ঘটনা। ঘটনাটির একটি ভিডিও গতরাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে— ‘পরাণ’ সিনেমার জয়জয়কারে লুঙ্গি পরে সিনেপ্লেক্সে হাজির সাদা দাড়ির ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। কিন্তু লুঙ্গি পরে আসায় তাকে টিকিট দিচ্ছেন না হলের টিকিট সেলার। ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে তিনি। ‘পরাণ’ দেখে পরাণজুড়াতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে সেই বৃদ্ধের মুখে।