Tag Archives: লেবাননজুড়ে

লেবাননজুড়ে ইসরাইলি হামলায়

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৫৯ জন

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৫৯ জন

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮২ জন লেবানিজ।

শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৯ জন ছাড়িয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৩,৪৪৫ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত ৫৯ জনের মধ্যে ১৮২ জন আহত হয়েছে, ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১৪,৫৯৯ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয়। তবে সেপ্টেম্বর মাস থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা এই হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভ সদস্য, অবকাঠামো এবং অস্ত্রাগারের ওপর।

হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, লেবাননে অভিযানরত ইসরাইলি সেনাসদস্যদের হত্যা করার পাশাপাশি, ইসরাইলের গভীরে তাদের সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে।