Tag Archives: লেবাননে মসজিদ গুঁড়িয়ে

লেবাননে মসজিদ গুঁড়িয়ে

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালাচ্ছে লেবাননে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সীমান্তের কাছে অবস্থিত আদ-ধাহিরা গ্রামে একটি মসজিদে বিস্ফোরণ ঘটাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শনিবারের (২ নভেম্বর) লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে মসজিদটি ধ্বংসের দৃশ্য দেখা যায়। মসজিদ ও এর আশেপাশের ভবনগুলোতে বিস্ফোরণের সময় বিশাল ধোঁয়া সৃষ্টি হয়, যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

এদিকে, গতকাল শুক্রবার গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী হতাহত সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে যে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে এক বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা ছিলেন।