Tag Archives: শাস্তি

এডিসি হারুন অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি হারুন অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ যে অন্যায় করেছেন, তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, এটি যিনি করেছেন, তিনি পুলিশের হোন বা যে-ই হোন না কেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কেন করেছেন, কী করেছেন, আমরা জিজ্ঞেস করব। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।

এর আগেও এডিসি হারুনের বিরুদ্ধে সাংবাদিকসহ অনেককে ক্ষমতা দেখিয়ে মারধর করার অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালের ঘটনাটি তার বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্যভাবে আমরা পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি। তিনি যতটা অন্যায় করেছেন, ততটা শাস্তি তিনি অবশ্যই পাবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া নিরাপত্তাহীনতার কথা বলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি তিনিই জানেন। এটি তাকেই জিজ্ঞেস করা উচিত। এটি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তাকে জিজ্ঞেস করা উচিত, বাংলাদেশের মানুষ কি এতটা নিরাপত্তাহীনতায় ভুগছে কি না। আর এত বড় একটা পজিশনে থেকে তিনি কীভাবে এ কথা বললেন, তাকে জিজ্ঞেস করা দরকার।

চুরি করতে এসে ধরা পড়লে শাস্তি পেলেন ৮ লিটার ‘সেভেন আপ’ পান করা

চুরি করতে এসে ধরা পড়লে শাস্তি পেলেন ৮ লিটার ‘সেভেন আপ’ পান করা

ডেস্ক রিপোর্ট:

সাধারণত চুরি করতে গিয়ে ধরা পড়লে চোরের কপালে জোটে বেদম মারধর। কখনো বা পিটুনিতে প্রাণও হারাতে হয় চোরকে। কিন্তু এর বিপরীত একটি ঘটনা ঘটেছে নাটোরে। চোরকে ধরে মারধর অথবা পুলিশে দেয়ার পরিবর্তে তাদের কোমল পানীয় পান করানো হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নাটোরের প্রাণকেন্দ্র কানাইখালী মহল্লার মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী শিউলি অটোজের মালিক আনিছুর রহমানের বাড়িতে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্ত্রীকে নিয়ে আনিছুর রহমান তার শ্বশুরবাড়িতে শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে লোকজনের অনুপস্থিতি টের পেয়ে প্রথমে দুই চোর তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় দুই চোর বাড়ির কিছু মালামাল তাদের বস্তায় পুরে নেয়। এক পর্যায়ে চুরির ঘটনাটি দেখে ফেলেন প্রতিবেশী। তারা এসে মালামালসহ দুই চোরকে ধরে ফেলেন।

এরপর তারা আনিছুর রহমানকে ফোনে বিষয়টি জানালে তিনি দুই চোরকে মারধর না করার অনুরোধ করেন। এমনকি তাদের কোনো কিছু দিয়ে না বাধার অনুরোধও করেন। এরপর আনিছুর রহমানের মেয়েও ঘটনাটি তার বাবাকে জানালে আনিছুর বলেন তুমি চোরদের কোমল পানীয় (সেভেন আপ) পান করাও আমি আসছি। এরপর আনিছুর বাড়িতে এসে দুই চোরের প্রত্যেককে চার লিটার করে মোট আট লিটার কোমল পানীয় পান করতে বাধ্য করেন। তা না হলে তাদেরকে পুলিশে তুলে দেয়া হবে বলে জানান।

আনিসুর রহমান জানায়, যেহেতু শুক্রবার তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, তাই তিনি কাউকে আঘাত করবেন না বলে জানান। তাছাড়া তিনি কাউকে মারধর করাও পছন্দ করেন না বলেই ওই অভিনব শাস্তির ব্যবস্থা করেছেন। পরে চোরদের প্রত্যেককে চার লিটার করে আট লিটার কোমল পান পানীয় পান করানোর পর ছেড়ে দেন। বিষয়টি আশেপাশের মানুষ ভিডিও করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

ডেস্ক রিপোর্ট:

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের। এমএলএসে নিজের অভিষেক ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি।

দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় দ্যা হিরন্স।

দ্বিতীয়ার্ধে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর তাতেই উল্লাসে মাতেন সমর্থকরা। সেই আনন্দ আরো বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে প্রথম গোল এলএমটেনের। জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানী থেকে, এক ধাপ উপরে উঠে এলো ইন্টার মায়ামি।

এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।