Tag Archives: শাহরুখ

শুধু রাতে আর দুপুরে খান শাহরুখ, কী খান?

শুধু রাতে আর দুপুরে খান শাহরুখ, কী খান?

ডেস্ক রিপোর্ট:

অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।

বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।

সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।

ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’

ভিডিওতে শাহরুখ জানায়, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি জানান, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’

বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’

ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’

আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’

শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’

তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।

প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ডেস্ক রিপোর্ট:

বলিউডে একের পর এক ব্যর্থতাসহ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একাধিক সিনেমা।! অনেকেই ভেবেছিলেন আর হতো ফিরতে পারবেন না শাহরুখ খান। কিন্তু তিনি ফিরলেন, ছড়ালেন ম্যাজিক। তবে এবার নতুন এক ইতিহাস রচনার পথে বাদশা।

তবে ‘জওয়ান’-এর ১০০০ কোটির ব্যবসা বলিউডের নতুন কোনো লক্ষ্য নয়। এর আগে আমিরের ‘দাঙ্গাল’ পার করেছে শুধু হাজার নয়, দু’হাজারের গণ্ডি। দক্ষিণী সিনেমা বাহুবলী টু, আরআরআর, কেজিএফ টু-ও পার করেছে হাজারের গণ্ডি। এমনকি শাহরুখের ‘পাঠান’-এর আয়ও ছাড়িয়েছিল ১০০০ কোটির গণ্ডি। এবার হাজার কোটির দোরগোড়ায় শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’। এর আয় ১০০০ কোটি ছাড়ালেই বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবেন বলিউড বাদশা।

যে কারণে ইতিহাসে নাম লেখাতে পারেন শাহরুখ

আমির খান, প্রভাস, রামচরণ, যশের সিনেমা হাজার কোটি ব্যবসা করলেও তাদের একটি করে সিনেমা এ এক্সক্লুসিভ ক্লাবে জায়গা পেয়েছে। যদি এ বছরেই শাহরুখের ‘জওয়ান’ বিশ্বজুড়ে হাজার কোটি পার করতে পারে, তাহলে তিনিই হয়ে উঠবেন প্রথম মেগাস্টার। যার একই বছরে দুটি সিনেমা একসঙ্গে পার করবে হাজার কোটির গণ্ডি। তাই কিং খানের ফ্যানদের উন্মাদনা তুঙ্গে।

১৩ দিনে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ সিনেমার বক্স অফিস কালেকশন ভারতীয় মুদ্রায় ৯০৭ কোটি ৫৪ লাখ। শুধুমাত্র ভারতেই সিনেমার আয় ৪৫৭.৫৯ কোটি টাকা।

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এ সিনেমার গল্প ও পরিচালকের আসনে চমকে দিয়েছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমাতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। এতে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখকে। গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

‘জওয়ান’ সিনেমাতে একদিকে বাদশা পুলিশ অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা। কার্যত ‘জওয়ান’ জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশের শাহরুখপ্রেমীরা। এখন শুধুমাত্র বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়ার অপেক্ষা।

মুক্তির ৮ দিনে কত ব্যবসা করেছে ‘জওয়ান’

মুক্তির ৮ দিনে কত ব্যবসা করেছে ‘জওয়ান’

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা ‘জওয়ান’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এটির মুক্তির ৮ দিনেও বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে।

মুক্তির প্রথম সপ্তাহে-ই অর্থাৎ ৮ দিনের মধ্যে অ্যাটলি পরিচালিত সিনেমা ভারতে ৩৬৯.২২ কোটি রুপি ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪৯২.৩৫ কোটি টাকা।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের ‘ক্যারিশমা’!

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এ সিনেমা। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এ সিনেমা ১৬ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি।

১৫ সেপ্টেম্বর সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লাখ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না।

হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লাখ রুপি। অর্থাৎ মোট আয়, ভারতে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি রুপি।

মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি রুপি এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি রুপি আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এ সিনেমা। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৩ কোটি টাকারও বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ, নয়নতারা ও বিজয় সেতুপতি ছাড়াও সিনেমায় রয়েছেন একাধিক তারকা। ‘জওয়ান’ সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত।

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা, ভিডিও ভাইরাল

 

বিনোদন ডেস্কঃ

শাহরুখের কাণ্ড দেখে অবাক ভক্তরা। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ‘জওয়ান’ বয়কট করার কথা বলছেন অনেকেই।

ভিডিওতে শাহরুখকে দেখা গেছে কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে। সঙ্গে সহকারী পূজা দাদলানি। বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত পাশে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান। তখনই মেজাজ হারান অভিনেতা। সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ।

শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না সাধারণত। তাই শাহরুখের থেকে এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘পাঠান হিট হওয়াতে শাহরুখের আচরণ বদলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘দোষ ভক্তদেরই। তারাই তারকাদের অহংকার বাড়ায়। হলিউড অভিনেতাদের আশেপাশে ভক্তদের এমন করতে দেখেছেন কখনও?’

মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। তার মাঝে ‘জওয়ান’ মুক্তির বাকি নেই আর এক মাসও। এর মাঝেই এমন ঘটনা সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার পালা।