Tag Archives: শিক্ষকদের

এ বছর থেকেই শুরু হচ্ছে

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

ডেস্ক রিপোর্ট:

এ বছর থেকে এমপিওভুক্ত স্কুল-কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা ছিল একটা চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি কিছু ক্ষতি হয়েছে। এটি জনমিতির সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যার বয়স কাঠামো মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ সবার বয়স বাড়বে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এ ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটি। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রপ্তানি গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে, যা আশার কথা। মূল্যস্ফীতি সবাই বলছেন কিছুটা কমেছে, তবে এটিকে কম বলা যাবে না। মূল্যস্ফীতি এখনও বাড়তেই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপের মধ্যে আছে। ২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে বই যায়নি। কিছু কিছু বছর বই গেছে জুন-জুলাইতে। এবার খুব দ্রুত সময়ের মধ্যে বই দেওয়া হয়েছে। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, কিন্তু সেটি নিয়ে কোনো সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক খবর হয়েছে। আমরা বলেছি ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো সংশোধন করা হবে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটি পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত প্রয়োজন। তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। এটি শত বছরের পরিকল্পনা। কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের অবস্থা কী হবে। তাই মধ্যমেয়াদি পরিকল্পনা দরকার।’

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদর্শ সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮ টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা আগামী ৩ মাসের মধ্যেই তাদের সকল দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, রাচিয়া বালবের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, আলেকজান মেমোরিয়াল হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার:

তিন জন ছাত্রীর নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে তাদের আটক করে পুলিশ। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর নতুন অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীরা। প্রশাসনিক ভবনের সামনে ফেস্টুনসহ ঘণ্টাব্যাপী অবস্থান করেন তারা।

সূত্রমতে, ২০১৬ সালের ২৭ জুলাই মধ্যরাতে কলেজের নবাব ফয়জুন্নেসা হলে পুলিশ প্রবেশ করে তিন জন ছাত্রীকে আটক করে। সন্ত্রাসবিরোধী আইনে তাদের নামে মামলা হয়। ২৮ জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তিন ছাত্রী হলেন, কানিজ ফারহানা বাতুল, আরজিনা আক্তার চম্পা ও সালমা আক্তার।

হিসাববিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী, ফয়জুন্নেসা হলের বাসিন্দা কানিজ ফারহানা বাতুল বলেন, ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র ও ইসলামী বই পড়ার অপরাধে জঙ্গি নাটক সাজিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। হলের ম্যাডাম ও কলেজের শিক্ষকরা, পুলিশ ডেকে এনে তিন জন ছাত্রীর নামে মিথ্যা মামলা দেয়া, ৮ বছর যাবৎ হয়রানি, সরকারি চাকরিতে যোগদান না করতে দেয়া এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতি করেছেন। অভিযুক্ত শিক্ষকদের বিচার চাই।

ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্রী ও ফয়জুন্নেসা হলের বাসিন্দা আরজিনা আক্তার বলেন, হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক মিতা সাফিনাজ, সহকারী প্রভোস্ট নিলুফার সুলতানা, সহকারী প্রভোস্ট তোফায়েল আহমেদ, সে সময়ের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের এবং শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী। পুলিশসহ অনেকে এ হয়রানি সাথে জড়িত। আমরা অভিযুক্ত শিক্ষকদের বিচার চাই। মিতা সাফিনাজ, নিলুফার সুলতানা ম্যাম আমাদের আসবাব ভাঙচুর করেছে। তারা পরিকল্পিতভাবে আমাদের আটক করিয়েছেন। আমাদের সম্পদ বুঝে পাইনি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্ত হবে। দোষী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।