Tag Archives: শিক্ষার্থীরা

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত “এডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ট্রাস্টি বোর্ডের আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, এডভোকেট তপন বিহারী নাগ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তপন বিহারী নাগ একজন মহান মানুষ। আইন বিভাগের শিক্ষার্থীরা তোমরা কখনো তপন বিহারী নাগকে ভুলে যেও না। এডভোকেট সাহেবের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। পঁচে যাওয়া এই সমাজকে গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

এডভোকেট তপন বিহারী নাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি কথা ধারণ করি তা হলো ‘প্লেইন লিভিং হাই থিংকিং’। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিন বছর পরে হলেও আজকে আবার বৃত্তি প্রদান করা হচ্ছে। গত কয়েকবছরে আমি শ’খানেক চিঠি পাঠিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাই এই শিক্ষার্থীরা যেন দেশের কল্যাণে কাজে লাগে সে প্রয়াস থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আইন বিভাগের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবো”।

উল্লেখ্য, ট্রাস্টি পরিচালনার দায়িত্বে পদাধিকার বলে আহ্বায়ক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সদস্য হিসেবে থাকবেন আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ও তার অবর্তমানে উত্তরসূরির মধ্য থেকে একজন।

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায়

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।

উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে, শিক্ষার্থীরা পার্ট-টাইম হিসেবে প্রতিদিন চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ৭০০ জন শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৩০০-৪০০ জন শিক্ষার্থী নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। যানজটের চাপ বেশি থাকে এমন সময়ে অর্থাৎ সকাল ও বিকেল বেলায় তারা চার ঘণ্টা করে কাজ করবেন। পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ফুল টাইম নিয়োগের ক্ষেত্রে সরকারের অর্থ ব্যয় বেশি হবে। তবে পার্ট-টাইম ভিত্তিতে নিয়োগ দিলে শিক্ষার্থীদের আয়ের সুযোগ তৈরি হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন কাজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে।

বন্যা পরিস্থিতি কাটিয়ে

বন্যা পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

বন্যা পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

স্টাফ রিপোর্টার :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে শিক্ষার্থীরা কিভাবে ক্লাসে ফিরছে, আমরা তা দেখতে এসেছি। সরজমিনে এসে দেখলাম তোমরা বন্যার ভয়াবহতা স্থানীয়দের সহযোগীতায় কাটিয়ে উঠেছো।

বন্যা পরবর্তীতে আমরা গত দুই সপ্তাহে ধরে চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত সময়ে প্রাথমিক শিক্ষা শুরু করতে পারি। ইতিমধ্যে বন্যার পানি কমে গেছে। সারাদেশে বন্যার পানিতে ২৭৭২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে আমরা সকল বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জুম মিটিং করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সক্ষম হয়েছি। আমাদের বিদ্যালয় অবকাঠামো, বই, চেয়ার, টেবিল নষ্ট হয়েছে।

এসময় তিনি আরও বলেন, উপজেলা শিক্ষা অফিস প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তর মিলে সমন্বয় করে খুব কম সময়ের ভিতরে কাজগুলো শেষ করতে পারি সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের যে ক্ষতি হয়েছে তা যেন আমরা দ্রুত গুছিয়ে নিতে পারি সেই দিকেই নজর দিচ্ছি। আমাদের বরাদ্দ বা সম্পদের অভাব নেই। তাই স্থানীয়ভাবে সমন্বয় করে কাজ শেষ করতে পারব বলে আশাবাদী। আমাদের বিশ্বাস আমরা আগামী দুই এক সপ্তাহের মধ্যেই পূর্বের অবস্থানে ফিরে যাব এবং যে ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারব সকলের সহযোগিতায়।

তিনি রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে চান্দকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কালে বক্তব্য কথা বলেন

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক) শিক্ষা ড. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সাহিদা আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকিনা আক্তার।

খোলা ক্যম্পাসে বন্ধ পরিবহন সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

খোলা ক্যাম্পাসে বন্ধ পরিবহন সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের ৯ দিনের ছুটি শেষে আজ (রবিবার) খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হলেও বন্ধ রয়েছে পরিবহন সেবা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে ক্লাস পরীক্ষা চলমান থাকবে। যদিও এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি প্রশাসন।

এদিকে পরিবহন সেবা বন্ধ রাখে একাডেমিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মনে করেন, এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওয়াসিম আকরাম জানান, ক্লাস-পরীক্ষা চালু রেখে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত আমি মোটেও সমর্থন করি না। আমার মনে হয় আমাদের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত আমাদের জীবন ঝুঁকিতে ফেলছে। এককভাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়া অপেক্ষা একত্রে বাসে যাওয়াটাকে আমি নিরাপদ মনে করি। আশা করি ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুবি প্রশাসন আরো সর্তক হবেন।

গনিত বিভাগের শিক্ষার্থী নুসরাত রশীদ জানান, পরিবহন সেবা বন্ধ রেখে ক্লাস পরীক্ষা চালু রাখাটা আসলে মেনে নেয়ার মতো না। এতে শিক্ষার্থীদের অনেক ভোগান্তির শিকার হতে হবে। বিশ্ববিদ্যালয়ে কিন্তু অল্প কয়েকজন স্টুডেন্ট না।অনেক স্টুডেন্ট এখানে। এতজন স্টুডেন্ট বাস ছাড়া ক্যাম্পাসে গিয়ে ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ করাটা অনেক দুর্বিষহ একটা ব্যাপার এবং এটা নিরাপদও নয় শিক্ষার্থীদের জন্য। আবার অনেক স্টুডেন্ট এর আর্থিক সমস্যা আছে। তাদের পক্ষে গাড়িভাড়া দিয়ে গিয়ে ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ করাটা কষ্টকর হয়ে যায়।

তিনি আরো বলেন, এতজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ঠিক সময়ে অন্য গাড়ি পাবে কিনা, এটাও একটা ভোগান্তির ব্যাপার। এতে দেখা যাবে ক্লাস,পরীক্ষায় সঠিক সময়ে গিয়ে পৌঁছাতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির কথা বিবেচনা করে বাস সেবা চালু রাখা।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন সেবার প্রধান ড. স্বপন চন্দ্র মজুমদার জানান, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। রেজিস্ট্রার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেটি বাস্তবায়ন করছি।

তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করে হলে তিনি কোন সাড়া দেননি।

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন ব্লকের একপাশে পানির সংকট দেখা দিয়েছে। ফলে গোসল, খাবার পানি ও ওয়াশরুম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, মোটর সমস্যা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। ফলে ট্যাংকে কম পানি উঠে ও ট্যাপে পর্যাপ্ত পানি থাকে না। ফলে বাধ্য হয়েই অন্য ব্লকে ভীড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম সিফাত বলেন, গত দুই-তিনদিন যাবত আমাদের ব্লকে পানি নাই। অন্য ব্লকে গিয়ে পানি আনতে হচ্ছে। গোসলের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। এছাড়া অন্য ব্লকের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মো.আবু বকর সিদ্দিক বলেন, পানি সমস্যা নিয়ে কাজ হচ্ছে। আমাদের একটা পাম্প স্যাংশন (এটা কি) হয়েছে। ফাইলও উঠে গেছে আজকে। এরমধ্যে যে টেম্পোরারি প্রব্লেম হয়েছে এটা আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে। পাম্পে পানি কম উঠতেছে এটা নিয়ে কাজ হচ্ছে৷ এটা সমাধান হয়ে যাবে।