Tag Archives: শিরোপা জিতল

মেসির জোড়া গোলে

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মায়ামি

ডেস্ক রিপোর্ট:

অর্জনের ঝুলিতে আরও একটি শিরোপা যুক্ত করলেন লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তাদের প্রথম সাপোর্টারস শিল্ড শিরোপা এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির অসাধারণ নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাফল্য অর্জন করেছে ইন্টার মায়ামি, যা অনুষ্ঠিত হয়েছিল লোয়ার ডটকম ফিল্ডে।

ম্যাচের প্রথমার্ধ ছিল ইন্টার মায়ামির নিয়ন্ত্রণে, আর আরও নির্দিষ্ট করে বললে মেসির। ৪৫ মিনিটে একটি দুর্দান্ত গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে প্রথমার্ধের শেষে ইন্টার মায়ামি ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দ্রুত এক গোল শোধ দেয়। এতে লড়াই জমে ওঠার আভাস মেলে। তবে মায়ামি তাদের আক্রমণ চালিয়ে যায়, এবং ৪৮ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তবুও, ৬১ মিনিটে পেনাল্টি থেকে কলম্বাসের হার্নান্দেজ গোল করে ম্যাচের উত্তেজনা ধরে রাখেন।

ম্যাচের শেষ দিকে, ৮৪ মিনিটে আবারও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন হার্নান্দেজ, কিন্তু তার দ্বিতীয় পেনাল্টি শটটি আটকে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এই গুরুত্বপূর্ণ সেভ মায়ামির জয় নিশ্চিত করে এবং দল ৩-২ ব্যবধানে জয় লাভ করে।

সাপোর্টারস শিল্ড জয়ের পর মেসির লক্ষ্য এখন এমএলএস কাপ। ম্যাচ শেষে মেসি বলেন, ‘প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, এখন আমাদের সামনে যা আছে তাতে মনোযোগ দিতে হবে।’ ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় ইন্টার মায়ামি প্লে-অফে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে।