শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার
টানা দ্বিতীয়বার ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করতে যাচ্ছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ২০২৪ সালের শেষ ফিফা র্যাংকিং প্রকাশিত হয়েছে পরশু রাতে, যেখানে বড় কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ দশেও কোনো রদবদল দেখা যায়নি।
১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। পয়েন্টের ব্যবধানে তাদের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ফ্রান্স (১৮৫৯.৭৮) ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন (১৮৫৩.২৭)।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষ দশের অন্যান্য দলগুলো হলো পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
বাংলাদেশের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আগের মতোই ১৮৫তম স্থানে রয়েছে।