Tag Archives: হজ নিবন্ধনের

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

ডেস্ক রিপোর্ট:

হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে এবং তা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর মধ্যে যেকোনো একটি প্যাকেজ নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

তবে, ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর কোনো প্রাথমিক নিবন্ধন করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, হজ প্যাকেজ নির্বাচন করার পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না।

হজ নিবন্ধনের শেষ তারিখ ২৩শে অক্টোবর

হজ নিবন্ধনের শেষ তারিখ ২৩শে অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

ধর্ম মন্ত্রণালয় আগামী বছর (২০২৫) সালে হজে যেতে ইচ্ছুকদের ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩শে অক্টোবর থেকে শুরু হবে।

তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ না করলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত স্থানে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।

নির্ধারিত সময়ে তাঁবু বরাদ্দ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন না করলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরের পাহাড়ি এলাকা বা নিউ মিনায় অবস্থান করতে হতে পারে।

ফলে সৌদি আরবের তীব্র রোদ ও গরমে হজযাত্রীদের দীর্ঘ পথ হাঁটতে হবে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।