Tag Archives: হবেন

২৬ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর কোটিপতি হবেন অনেকে!

২৬ সেপ্টেম্বর কোটিপতি হবেন অনেকে!

ডেস্ক রিপোর্ট:

২৬ সেপ্টেম্বরের সামাজিক যোগাযোগমাধ্যমে তারিখটি নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। নেটিজেনরা কেউ জানে, কেউ না জেনে পোস্ট করছেন এই বিশেষ দিনটি সম্পর্কে। কেউ বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, আবার কেউ করছেন রসিকতা। কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করছেন— ২৬ সেপ্টেম্বর তারিখে আসলে কী ঘটবে?

কয়েকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স এবং টিকটকে এই বিষয়ে আলোচনা চলছে।

ফেসবুকে একজন মজার ছলে লিখেছেন, “২৬ তারিখ কি হঠাৎ শেখ হাসিনা কোথাও প্রবেশ করবেন?”

অন্যজন লিখেছেন, “২৬ তারিখে নাকি অনেকেই কোটিপতি হয়ে যাবেন!”

অনেক নেটিজেন আবার কোথায় জমি, বাড়ি-গাড়ি কিনবেন, সেটাও পোস্ট করে জানিয়ে দিচ্ছেন।

ফেসবুকে “২৬ তারিখ” লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে যে কী-ওয়ার্ডটি বেশ ট্রেন্ডিং। ফেসবুকের তথ্য অনুযায়ী, প্রায় এক লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এই বিষয়ে কথা বলছেন।

যা জানা গেল-

২৬ সেপ্টেম্বরের আলোচনার মূল কারণ হলো টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট, যার নাম ‘হামস্টার কমব্যাট’। এই গেমে বিভিন্ন কাজ সম্পাদন এবং ট্যাপ করার মাধ্যমে গেম কারেন্সি (কয়েন, কী ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স এবং ইউটিউবে অনেকেই এই গেমটির প্রচারণা করছেন। তাদের দাবি, ২৬ তারিখে গেমের কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে।

তবে এই দাবির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কেউ কেউ বলছেন, টেলিগ্রামে এমন অনেক গেম বট রয়েছে, যেগুলো মাঝে মাঝে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেয়। টিকটকের প্রচারণার কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে।

কিছু লোক এই দাবির বিরোধিতা করে বলছেন, “এভাবে যদি কোটিপতি হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না। হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে দুই ডলার করেও দিলে বিশাল অঙ্কের টাকা লাগবে। সেই টাকা কি আদৌ তারা দিতে পারবে?”

হামস্টার কমব্যাটের গেমারদের মতে, ২৬ সেপ্টেম্বরের এই গুঞ্জন মূলত এভাবেই তৈরি হয়েছে। যদিও বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ ট্রেন্ড করছে, কিন্তু অনেকেই কৌতূহল বা আতঙ্ক থেকে জানতে চাইছেন, আসলে ২৬ তারিখে কী হবে?

তবে সবার প্রশ্নের উত্তর জানা যাবে ২৬ সেপ্টেম্বরের পরেই।