Tag Archives: হাতিরঝিল

কুমিল্লার লাকসামে হাতিরঝিলের আদলে নির্মিত হচ্ছে ৩টি নান্দনিক ব্রিজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর ওপর ঢাকার হাতিরঝিলের আদলে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। নান্দনিক সৌন্দর্যের ব্রিজগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে বিনোদনে নতুন মাত্রা যুক্ত হবে।

জানা যায়, লাকসাম শহরে যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিকায়নের পাশাপাশি নৈসর্গিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে নান্দনিক সৌন্দর্যের তিনটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।

পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ও উত্তর লাকসামে (পেয়ারাপুর জেলেপাড়া) এ ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নেন। তিনটি ব্রিজ নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। নির্মিতব্য প্রতিটি ব্রিজের দৈর্ঘ্য ১৩২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। ভ্রমণ পিপাসুদের কথা বিবেচনায় রেখে প্রতিটি ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে রাখা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ব্রিজগুলোর নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

সূত্র: বাসস।