শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২০
news-image

শাহ ইমরানঃ

করোনা ভাইরাস পৃথিবীর বিভিন্ন দেশে মহামারী আকারে রুপ নিয়েছে। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম এ কথা বলেন।

এ সময় পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো এখনো করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কার্যকরী কোন ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয় নি। তবে তা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। নিয়ম মেনে পরিস্কার -পরিছন্ন থাকলে আমরা এ ভাইরাস থেকে রক্ষা পেতে পারি।আমরা নিজেরা সচেতন হবো-পরিবার পরিজনসহ অন্যদেরকেও সচেতন করবো। কারন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা গ্রহনের চেয়ে আমরা যেন সংক্রমিত না হই সেভাবে চলাচল করোবো। তাতেই আমাদের সবার মঙ্গল নিহিত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

পরে পুলিশ লাইনস্ উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ লাইনস্ স্কুলের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আর পড়তে পারেন