Tag Archives: হাতে গ্লাভস চোখে চশমা দামী জিন্স পরা অবস্থায় নেতা নেমে গেলেন ধান কাটতে !

হাতে গ্লাভস চোখে চশমা দামী জিন্স পরা অবস্থায় নেতা নেমে গেলেন ধান কাটতে !

আনিসুর রহমান মিঠু:

হাতে গ্লাভস , চোখে চশমা ,  দামী জিন্স পরা অবস্থায় নেতা নেমে গেলেন ধান কাটতে !
দামী গাড়ী গুলো পাশেই দাড়ানো । ছবি তুলতে নামলেন আরেক জন । বাকিরা অবশ্যই গাড়ীতে
কারন , দেরী করা যাবেনা !! আরো বিভিন্ন দিকে যেতে হবে । ছবি তোলা শেষ হলেই ভো দৌড় – হাত মিলানোর দিন শেষ !!  করোনা অনেক সময় সাশ্রয় করেছে , সব কিছুরই ভালো দিক আছে!

অসহায় কৃষক হা করে তাকিয়ে থাকে ! কৃষকের মাথায় ঢুকেনা ,  নেতা পাকা ধান পারাইয়া দিল কেন ?  নেতারা এমন করেন কেন ?  ফটু তুইল্যা কি এমন ফায়দা !!

কেউ ধান কাটে , কেউ রিক্সা চালায় , কেউ হেটে অফিস যায় , কেউ ত্রাণের পোটলা দেয়
কেউ মাটি কাটে , সবই ছবি তোলার জন্য ।

ছবি এতো দামী কেন ?  নিশ্চয় এতে ফায়দা আছে  চালাকরাইতো ওসব করছে ! বেকুবরাতো করছেনা , তারা শুধু দেখেই যাচ্ছে !!