রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা -১ আসনে মনোনয়ন পেলেন ইঞ্জিঃ আব্দুস সবুর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিঃ আব্দুস সবুর কুমিল্লা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এবার এই আসন থেকে মনোনয়ন পাননি।
কুমিল্লা জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে।

একসময় বিএনপির আধিপত্য ছিল । তবে ২০০৩ সালে আওয়ামী লীগে যোগদান করে ২০০৮ সালে প্রথম নির্বাচিত হন। পরে ২০১৪ ও ১৮ সালে টানা তিনবার এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় থাকা সুবিদ আলীসহ অন্যান্যদের টপকে মনোনীত হলেন ইঞ্জিঃ আব্দুস সবুর ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর বুয়েটের ছাত্র সংসদের জিএস ছিলেন। টানা দুইবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ইঞ্জিঃ আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার খবরে দাউদকান্দি ও তিতাস উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছসিত। সন্ধ্যার পর দাউদকান্দি পৌরসদর, গৌরীপুর বাজার, বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতুলিসহ বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

আর পড়তে পারেন