স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনায় জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (ডেডিসি) পরীক্ষায় নকল করা ও নকলের সহযোগিতার অপরাধে এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সঠিকভাবে পরীক্ষার হল পরিদর্শনের দায়িত্ব পালন না করায় আরও ২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আকাইদ ও ফিকাহ পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এনও) আজগর আলী তাদেরকে বহিষ্কার করেন। বহিস্কৃত ছাত্র হামজা ভূইয়া হোমনা ইসলামীয়া আলীম মাদ্রাসার ছাত্র। তার রোল নং-৩৯৫৪৭১,রেজিঃ নং-১৮১৮৬৪৮৭১৯।
বহিষ্কৃত শিক্ষক মো. সোহেল রানা উপজেলার বাবরকান্দি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার রঘুনাথপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলমগীর ও হোমনা ইসলামীয়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সামসুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আজগর আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।