Tag Archives: ৩৫ হাজার

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন:

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে চাঁদপুর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট পাওয়ার অপরাধে শহরের স্টেডিয়াম রোডে পিয়ারলেস ডক্টর’স পয়েন্টকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জিটি রোডে অবস্থিত বেলভিউ হাসপাতাল ফার্মেসীকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধে এবং যথাযথ উপায়ে সেবা প্রদান ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান চলমান থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম।