বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর উন্নয়ন ও সমস্যা-সম্ভাবনা নিয়ে ইউপি চেয়ারম্যানের উঠান বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কাজের বিবরণ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর বড় সুন্দর সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত নারী-পুরুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে  রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।

উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী এ এলাকার কৃতি সন্তান শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির উন্নয়নে রোল মডেল হিসেবে রামপুর ইউনিয়ন একটি অংশ। বিগত সময়ের তুলনায় এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গত ৫ বছরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই ৪নং ওয়ার্ডের বড় সুন্দর রহমান মাষ্টারের বাড়ীতে ঘাটলা নির্মান, বড় সুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মান, বড় সুন্দর হাজী বাড়ীর সামনে রাস্তার পাশে গাইড ওয়াল নির্মান, বড় সুন্দর হেদায়েত উল্লাহ জামে মসজিদের সামনে পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মান, বড় সুন্দর শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী বাড়ীর রাস্তা সিসিকরণ, বড় সুন্দর কালাম পাটওয়ারী বাড়ীর রাস্তা ইটের সলিং করণ, পাঁচবাড়িয়া করাতী বাড়ী থেকে তালুকদার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, বড় সুন্দর দাইন্না বাড়ী থেকে গাজী বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান, বড় সুন্দর তাহের মেম্বারের বাড়ী থেকে কামরাঙ্গা পাঁকা সড়ক পর্যন্ত রাস্তা সংস্কার, ইউনিয়ন পরিষদের সামনে হতে পাঁচবাড়িয়া মোড় পর্যন্ত রাস্তা পাঁকাকরণ, পাঁচবাড়িয়া মোড় হতে বড় সুন্দর পাটওয়ারী বাড়ীর রাস্তার মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণ, রাড়ীরচর চৌরাস্তা থেকে বড় সুন্দর রাস্তা পাকাকরণ, পাঁচবাড়িয়া করাতি বাড়িতে ঘাটলা নির্মাণ, রাড়িরচর- বড় সুন্দর পাকা সড়কের মাঝে বক্স কালভাট নির্মান, দেবপুর-রামপুর রাস্তার সংস্কার কাজ চলমান, ওয়ার্ডের বিভিন্ন স্থানে ১০ টি স্ট্রিট লাইট স্থাপন, ৯টি মসজিদে হোম সোলার লাইট স্থাপন ও কয়েকটি কাজ চলমানসহ এ ওয়ার্ডের অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা সবাই  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি ও জেলা আ’লীগের সহ সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সহ সভাপতি পদে নিযুক্ত করায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মির্জা মোঃ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুন লিটু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আঃ খালেক তপদার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাচ্চু তালুকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান। এসময় ইউনিয়ন আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দুলাল মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক অলি আহম্মদ জসিম, সম্মানিত সদস্য আবু তাহের ভুইয়া, সোহেল পাটওয়ারী বতা, ৪নং ওয়ার্ড আ’লীগের সহ সভাপতি আবুল খায়ের, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কবির খান, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খালেক মেম্বার, ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য মমিন উদ্দিন আহমেদ, হাফেজ আবু তাহের, আনোয়ার হোসেন আনু তপদার, মহিলা ইউপি সদস্য মাসুদা বেগম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ  সম্পাদক মারুফ হোসেন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শামীম, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফখরুল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রোকন উদ্দিন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সাফায়াত মাহমুদ সজিব, যুগ্ম আহবায়ক রুবেল মিজিসহ ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন