মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ইউএনও‘র অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীককে ১৩ হাজার টাকা জড়িমানা করা হয়।

শনিবার (২১ মার্চ) দুপুরে বরুড়া পৌরসদর বাজারে বাজার নিয়ন্ত্রনে অভিযান করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

এ ঘটনায় বরুড়া বাজারের মেসার্স সিরাজ স্টোর, হাসান স্টোর, খাদ্য ভান্ডার ও মোল্লা স্টোরকে ১৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সি.এ হারুনুর রশিদ, অসিম ও কাউন্সিলর আঃ লতিফ।

এ অভিযানকে সমর্থন জানিয়েছেন বরুড়া বাজার চাউল ও মুদি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

এ বিষয়ে বোরহান উদ্দিন জানান, আমরা সমিতির পক্ষ থেকে শনিবার দুপুরে বরুড়া পৌরসদর বাজারে মাইকিং করেছি। মাইকিং এর মাধ্যমে বাজারের চাউল ও মুদি ব্যবসায়ীদের চাউলের বস্তা প্রতি ৫০ টাকা ও পেয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় চিনিজপত্র ৫ টাকা লাভে বিক্রির জন্য আহবান জানিয়ে প্রচার করেছি। যদি কোন ব্যবসায়ী এর ব্যত্ত ঘটায় তাদের বিরুদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন