আইদি পরিবহনের কাউন্টার সিলগালা: বোগদাদের লোকের হামলায় ৫টি বাস ভাংচুর, ৬ জন আহতের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার ইফতারের পর আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে দেয় প্রশাসন। এরপর বোগদাদ বাস পরিবহনের লোকজনের হামলায় আইদি পরিবহনের ৬ জন স্টাফ আহত হয়। এ সময় আইদি পরিবহনের ৫টি বাস ভাংচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আইদি পরিবহণের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। প্রশাসনের অভিযানে তাদের কাউন্টার সিলগালা করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। স্থানীয়রা জানান, আইদি পরিবহণের বহু বাসের কাগজপত্র নেই বা সেগুলো হালনাগাদ করা হয়নি। ফলে পরিবহণ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
সংঘর্ষের ফলে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সাধারণ যাত্রীরা নিরাপত্তাহীনতায় পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সাধারণ যাত্রীরা বলছেন, অবৈধ বাস চলাচলের কারণে তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা দ্রুত এ সমস্যার সমাধান চান, যাতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পুনরায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।