আজকের কবিতা-“স্বপ্নজাল”
সিত্তুল মুনা সিদ্দিকা•
আধোআলো এই মেঘলা দিনে
চঞ্চলতায় চকীত মনে,
পূর্ণ আমি কানায় কানায়
কল্পোলোকের রঙিন ডানায়,
সাদা মেঘের ভেলায় ভেসে
স্বপ্নেরা আজ নিভৃতে এসে,
পসরা সাজিয়ে বসেছে যেন
তার ছোঁয়াতে অধীর কেন?
বারান্দাটার দক্ষিন কোণে
পূবালী হাওয়ার আবাহনে
দোলনচাঁপার ঘ্রাণে ঘ্রাণে
মন হারালো কেবা জানে?
ক্ষণে ক্ষণে চমকিত হয়ে
চলছি আমি স্বপ্ন বয়ে,
এমন দিনের মধূর প্রহর
বইছে মনে সুখের নহর,
মৃদু হেসে সায় দিয়ে যায়
ঘোরলাগা এই সময়টায়,
ঝুম বৃষ্টির মধুর তালে
জড়িয়ে গেলাম স্বপ্নজালে।