রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদ উদযাপন করা হল না বুড়িচংয়ের ইমনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০১৮
news-image

 

সেলিম সজীব ঃ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বুড়িচং উপজলের ভারেল্লা ইউনিয়ের বাসিন্দা মো: ইমন হোসেন তার ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে শক খেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর আলী আকবর মুহুরী রেশত আলীর ছেলে ও ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র মো: ইমন হোসেন ঈদ করার জন্য বাড়িতে আসে এবং বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাস্তার ছোট ছোট গর্ত নিজ উদ্যোগে মেরামত করেন।

২০ আগষ্ট সোমাবার দিনের ১১ ঘটিকায় তাদের ঘরের বাল্ব লাগাতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা সাথে সাথে উদ্ধার করে তাকে ময়নামতি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর খবর শুনে পরিবার, আত্মীয় স্বজন ও কলেজের বন্ধুদের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। তাকে ওই দিন রাত ৯টায় জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ্ কামাল।

আর পড়তে পারেন