কবিতা: প্রতিবাদী হও

সাদিক মামুন:
নষ্ট মানুষগুলোর আস্ফালন
ছিলো আছে থাকবে
তাই বলে কি তুমি
থেমে যাবে?
প্রতিবাদ করো প্রতিবাদী হও
আজ ও আগামীর জন্যে।
প্রতিবাদী উচ্চারণে একদিন
তুমি হয়ে ওঠবে
নষ্টদের পরাজিত করে
সময়ের স্রোতে বরেণ্য।
হেসে খেলে তুমি গেয়ে যাও
প্রতিবাদের গান,
বজ্রমুষ্ঠিতে নিপাত যাবে
প্রেতাত্মার অট্টহাসিতে
মশগুল নষ্টদের দিন।
থামিয়ে দিওনা কলম
সময় এখন প্রতিরোধের
সময় এখন প্রতিবাদের,
স্বার্থের বেসাতিতে বাস করা
নষ্টদের কালো হাত
পুড়ে ছাই হবে প্রতিবাদের
মশালের অগ্নিতে।