কবিতা: স্মার্ট বাংলাদেশ

এ কে সরকার শাওন:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে
প্রানচাঞ্চল্য ঘরে ঘরে।
সুশাসনের সুবাতাস চুমোয়
দেশের প্রান্তিক প্রান্তরে!
রূপকল্প অর্জনে ধ্যানে-জ্ঞানে
ধীমানের অক্লান্ত পরিশ্রমে!
করিৎকর্মা হাত এনেছে বরাত
অগ্রাযাত্রা চলছে ধুমধামে!
মিলের চাকা নয়কো ফাঁকা
সুনাগরিকের দক্ষতায়!
অর্থনীতি মজবুত টেকসই
সুস্থ সমাজের ছায়ায়!
মেধায় প্রজ্ঞায় প্রমত্তা পদ্মায়
ছুটে চলছে রেল!
আমার টাকায় আমার সেতু
বিশ্ব দেখলো খেল!
নতুন নতুন রেলপথ
উড়াল সেতু উপরে!
আকাশে উড়ছে উপগ্রহ
বঙ্গবন্ধুর নাম স্মরে!
সহস্র ক্রোশ পাকা সড়ক
নন্দিত উড়ালপথ!
শত শত শাহী মসজিদে
শোভিত জনপদ!
কর্ণফুলীর গভীর তলে
গড়ে উঠছে টানেল!
মাতারবাড়ি-পায়রা দেখে
চোখ টাটায় আঁতেল!
বঙ্গবন্ধুর সোনার বাংলায়
আজ নাই হিংসা দ্বেষ!
বৈশ্বিক বিশ্বে সবাই বিস্মে
অদম্য বাংলাদেশ!
কবিতাঃ স্মার্ট বাংলাদেশ
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
কবিঃ এ কে সরকার শাওন