শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা কলেজ থিয়েটারের পালাবদল

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৭, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার পালাবদল হয়েছে । গত সোমবার। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির সপ্তম বর্ষপূর্তি উৎসবে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম।

নতুন কার্যকরী কমিটিতে যাদের নাম এসেছেন, তারা হলেন সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ এম সফিউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম সুজন, সহ-সভাপতি পদে উম্মে হাবিবা শিপু ও নন্দন ভৌমিক, সাধারণ সম্পাদক পদে আশিক পায়েল, যুগ্ম সাধারন সম্পাদক পদে নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসনাত মজুমদার বিজয়, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জ্যোতি সূত্রধর, অর্থ সম্পাদক পদে আজিজুল হক রবিন, সহ-অর্থ সম্পাদক পদে জান্নাতুল মাওয়া বিন্তী, প্রচার সম্পাদক পদে শারমিন জাহান, সহ-প্রচার সম্পাদক পদে বাহরুল ইসলাম শাওন, দপ্তর সম্পাদক পদে আল-আরাফাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে আয়েশা আক্তার মেঘলা, নাট্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ইমাম হোসেন ইমন, সহ- নাট্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সাগর খান, নৃত্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ফরহাদ আহমেদ জয়, সহ-নৃত্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস আনিকা, সংগীত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে জয়দেব নাথ, সহ-সংগীত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে নিকেল মিয়া ও আল-আমিন হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে আফরিন জাহান মিতু, ফারজানা আক্তার লিজা ও জান্নাতুল ফেরদৌস মিম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে শিবলী সরকার, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে খাদিজা আক্তার ত্রিশা।

প্রধান উপদেষ্টা হিসেবে ধারাবাহিক ভাবে আছেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, শিক্ষকদের মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন: কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান এ বি এম শিহাবুদ্দিন, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মিজানুর রহমান, কুমিল্লা কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিয়ানীবাজার সরকারি কলেজ এর সহকারি অধ্যাপক আনোয়ারুল হক, কুমিল্লা সরকারি কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাফায়ত মিয়া এবং সাবেক কার্যকরী কমিটি থেকে যারা উপদেষ্টা হয়েছেন- প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম রাশেদ, প্রতিষ্ঠাতা সদস্য রায়হান উদ্দিন রাহান, প্রতিষ্ঠাতা সদস্য হাফেজুল ইসলাম জনি, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম, প্রতিষ্ঠাকালীন সদস্য শিশির দত্ত। ছাত্র উপদেষ্টারা হলেন মাহবুব,রকিবুল,ফারুক,অপু ও ওসমান।

সংগঠনটি আগামীতে আরো ভালো কাজ করে কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন