কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির
কর্মকর্তাদের সপ্তাহে ১ দিন প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) নতুন উদ্যোগ নিয়েছে। ইসি নির্দেশনায় বলা হয়েছে, সপ্তাহে অন্তত একদিন প্রতিটি দপ্তরের প্রধানরা অফিসের প্রধান ফটকে বসে সরাসরি সেবা প্রত্যাশীদের কথা শুনবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. শাহ আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নাসির উদ্দীনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এ নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
উল্লেখ করা হয়েছে, আগামী ২০ জানুয়ারির মধ্যে সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস প্রধানরা সরাসরি জনগণের সমস্যা শুনবেন এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেবেন। কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।