মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক শাকিল

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আসিফ আহমেদ শাকিল (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া যুবক চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

আর পড়তে পারেন