শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাখেলপাড়ায় নিহত জঙ্গি মেসবাহ’র বাড়ি কুমিল্লায়,পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০১৮
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র‌্যাবের অভিযানে নিহত মেসবাহ উদ্দিনের মরদেহ সনাক্ত করার জন্য তার পরিবারের ৩ সদস্যকে ঢাকায় নেওয়া হয়েছে। তিন জঙ্গির মধ্যে মেসবাহ উদ্দিনের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় ।

রোববার (১৪ জানুয়ারী) দুপুরে ঢাকার র‌্যাবের একটি দল মেসবাহ উদ্দিনের পিতা এনামুল হক, মাতা তাহমিনা হক ও ভাই মোসলেহউদ্দিনকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যায়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, জঙ্গি মেসবাহ উদ্দিনের পরিবারের কয়েকজন সদস্যকে লাশ সনাক্তের জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় আমরা জানি না।

উল্লেখ্য যে, ঢাকার পশ্চিম নাখেলপাড়ার ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে অভিযান চালায় র‌্যাব। শুক্রবার সকাল ৭টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করে। ছয়তলা ভবনটির পঞ্চমতলায় অভিযান পরিচালনাকালে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়। পরে সেখান থেকে তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

আর পড়তে পারেন