বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে “আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ” বইয়ের মোড়ক উন্মোচন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের রচিত ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনের রচিত ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ নামের বই বিতরণ করেছে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ। রেলমন্ত্রী মুজিবুল হকের অর্থায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে ইউপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মাষ্টার আবদুল মতিন মজুমদার, সাধারণ সম্পাদক আবদুস ছামাদ মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ খোরশেদ আলম মজুমদার মেম্বার, কৃষকলীগের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, শ্রমিকলীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক আলী হায়দার মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, ইউপি মেম্বার শাহ আলম, বজলুর রহমান, আ’লীগ নেতা নাছির উদ্দিন ডিলার, আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম মাসুদ, ছাত্রলীগ নেতা আবদুল হক মজুমদার সোহাগ, ইমাম হোসেন, মোশারফ হোসেন সোহাগ, এনামুল হক মজুমদার, আবদুল ওহাব অনিক, মোজাম্মেল হোসেন, হাবিবুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আর পড়তে পারেন