শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রতারক থেকে সাবধান!

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
প্রতারক চক্র থেকে সাবধান থাকতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার জেলার এসপি, র‌্যাবের কোম্পানি কমান্ডারকেও লিখিত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা পরিচয় দিয়ে এসএসসির ফলাফল পরিবর্তন করে দেয়ার কথা বলে বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের প্রস্তাব দিচ্ছে। এর সঙ্গে বোর্ড কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা, প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার জন্য অনুরোধ করা হলো।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে একবার ওই চক্রটির বিরদ্ধে থানায় জিডি করেছি। এবার এসপি, র‌্যাবের কোম্পানি কমান্ডারকে লিখিত জানিয়েছি।

কুমিল্লার এসপি সৈয়দ নুরুল ইসলাম বলেন, অভিযোগ হাতে পেলে প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে কাজ করবেন।

আর পড়তে পারেন