কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রাফপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ও হুসনেয়ারা বেগমের ছেলে শরীফুল ইসলাম অনেকদিন সময় ধরে লেখালেখি করে আসছেন। কিন্তু গত ১০ অক্টোবর বিকেলে একদল মৌলবাদী দেশীয় অস্ত্র সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ব্লগারের বাড়িতে আসেন এবং তার বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে দেয়। এসময় শরীফুল ইসলামের বাবা-মা আত্মরক্ষার স্বার্থে নিজেদের ঘর ছেড়ে প্বার্শবর্তী বাসায় গিয়ে আশ্রয় নেয়।
ঘটনার সূত্রে আরো জানা যায়, শরীফুল ইসলাম তার ব্লগে মাঝেমধ্যে জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিপক্ষে লেখালেখির ফলেই এ ঘটনা ঘটিয়েছে তারা। তবে রফিকুল হক নামে স্থানীয় এক মুদি দোকানদার জানান, ঘটনারদিন বিকেলে কিছু লোকজন আশ্রাফপুর মাহফিল থেকে ব্লগার শরীফুল ইসলামের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগানে তাদের বাড়ির দিকে যায়। পরে শুনতে পাই তারা খোরশেদ আলম ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে।
ব্লগার শরীফুল ইসলামের পরিবারের লোকজন জানান, তাদের উপর বেশ কিছুদিন থেকেই মৌলবাদী গোষ্ঠীর পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছিলো। ব্যক্তিজীবনে শরীফুল ইসলামের এমন কোনো শত্রু নেই। কাজেই লেখালেখির কারণেই তার উপর হামলা হয়েছে বলে জানান তারা। তবে ব্লগার শরীফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের নিকট অনুরোধ করেন তিনি। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে নাম না জানা অভিযুক্ত হামলাকারী কারোই এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।