রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২৪
news-image

তিতাস প্রতিনিধি:

“নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‍্যালী বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, তিতাস থানার এসআই মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক বাবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরীদের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

আর পড়তে পারেন