সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় প্রচন্ড জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক মাস্টারের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:

বরুড়ার ভবানীপুর ইউনিয়নের এগারগ্রামের মাস্টার গিয়াস উদ্দিন (৬০) দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল রাতে তাঁর শরীরের প্রচন্ড জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কুমিল্লা মুন হসপিটালে ইন্তেকাল করেন।

বরুড়ায় এ প্রথম কেউ প্রচন্ড জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর পরিবারে গত মাসে জসিম উদ্দিন নামের এক কাতার প্রবাসীর অবস্থানের হিস্ট্রি পাওয়া গেছে।

এ বিষয়ে ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রেজু বলেন, তাদের বাড়িতে গ্রাম পুলিশকে পাঠানো হয়েছে। এমুহূর্তে গ্রাম পুলিশ বাড়িটিকে পাহাড়া দিচ্ছে। পরবর্তীতে জানাজা শেষে উপজেলা প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

আর পড়তে পারেন