কুমিল্লার শচীন মেলা দেশ ব্যাপী আলোড়িত হবে- জেলা প্রশাসক

শাহ ইমরানঃ
কুমিল্লা জেলা প্রশাসক বলেছেন, কুষ্টিয়ায় যেমন লালন মেলা উপলক্ষে এক উৎসবের সৃষ্টি হয়,তেমনি কুমিল্লার শচীন মেলা দেশ ব্যাপী আলোড়িত হবে। মেলায় থাকবে কুমিল্লার ঐতিহ্য বাহি সব ধরনের পন্য। হবে কবিতা প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা হতে আসবে সমির বাউল। মেলা চলবে সকাল ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত। এক দিন শচীন মেলা দশ দিন ব্যাপি হবে ।শচীনের গানগুলো জাতীয়ভাবে প্রচার করা হবে।
আগামীকাল ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমিল্লার কৃতি সন্তান শচীন দেববর্মণ স্মরণে কুমিল্লায় দুইদিন ব্যাপী শচীনমেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সন্মেলনে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান,কুষ্টিয়ায় যেমন লালন মেলা উপলক্ষে এক উৎসবের সৃষ্টি হয়,তেমনি কুমিল্লার শচীন মেলা দেশ ব্যাপী আলোড়িত হবে। দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করবেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য বীর মু্ক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
সমাপনী দিনে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
অনুষ্ঠানে র্যালি,আলোচনা সভা,সংগীত পরিবেশন,চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে। মেলাকে জমজমাট করতে মেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়সহ ১৮ টি স্টল বসবে। অনুষ্ঠান সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃআবু সাইদসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।