মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার সন্তানদের ভাগ্যবান বললেন প্রধান বিচারপতি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমরা যারা বৃহত্তর কুমিল্লার সন্তান তারা সত্যিই ভাগ্যবান। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ এ জেলার চোখ ধাঁধানো ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশে আমরা বেড়ে ওঠতে পেরেছি। গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত এই প্রাচীন জনপদ একসময় ছিল বিশাল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত এবং এর অংশ ছিল বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা।

বৃহস্পতিবার বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত কুমিল্লার নবনিযুক্ত মন্ত্রীবর্গ এবং সদ্য নির্বাচিত ডিএনসিসি মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ বৃহত্তর কুমিল্লা প্রাচীন ঐতিহ্যের ধারক হিসেবে এ উপমহাদেশে সুপরিচিত। এখানকার মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনও অমলিন রয়েছে। বৃহত্তর কুমিল্লায় বহু মনীষী জন্মগ্রহণ করেছেন, যারা বিভিন্ন সময়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকসহ অন্যান্যরা বক্তব্য দেন ।

আর পড়তে পারেন