মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কর্তব্য পালন কালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুুুুুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, নিহত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ , আলোচনা সভা, নিহত পুলিশ সদস্যদের সম্মানে তাদের পরিবারকে সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে কুমিল্লা পুলিশ লাইন্সে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,রক্তদান কর্মসূচি,আলোচনা সভা ও পরিবার বর্গদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার । এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার (বতর্মানে কুমিল্লার দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (বতর্মানে কুমিল্লার উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

আর পড়তে পারেন