কুমিল্লায় মেঘনায় একটি বুথে ভোটগ্রহণ বন্ধ
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চার নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
দুর্বৃত্তরা জোরপূর্বক ভোট দিতে চেষ্টা করলে ভোটগ্রহণ বন্ধ করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলাম।
মেঘলা উপজেলার যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, হঠাৎ কয়েকজন যুবক কেন্দ্রের চার নম্বর বুথে ঢুকে ভোট দিতে শুরু করলে তাদের বাধা দেই। তাদের কক্ষ থেকে বের করে ভোটগ্রহণ বন্ধ রাখি। জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।