কুমিল্লায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
মহিউদ্দিন ভূঁইয়াঃ
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গোয়ালগাঁও ইউপি এলাকার ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়ক সংলগ্ন লালবাগ এলাকায় ২৪ নভেম্বর গভীর রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যূটার পাইপগান ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোহেল মিয়া চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
এ বিষয়ে র্যাব ১১ সিপিসি২ কুমিল্লা ক্যাম্প কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে আসামী চৌদ্দগ্রাম থানার স্থায়ী বাসিন্দা। সে তার অন্যান্য সহযোগীদের সাথে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানা এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করে আসামী ।
উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।