কুমিল্লায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে নগরীজুড়ে ৯ ম্যাজিস্ট্রেটের অভিযান
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন পয়েন্ট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২৭টি মামলায় ১৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ , এস এম মুস্তাফিজুর রহমান, শামীম আরা, মাজহারুল ইসলাম , আশিক উন নবী তালুকদার, নাছরীন সুলতানা, ফাহিমা বিনতে আক্তার, তাসমিন আক্তার ও কানিজ ফাতিমা ।