কুমিল্লায় ১৫০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

মাছুম কামাল :
কুমিল্লার মুরাদনগর উপজেলার যুবলীগের পকেট কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল’ (৩০) কে ইয়াবাসহ আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
আটককৃত আতিকুর রহমান উপজেলা সদরের হান্নানের ছেলে।
রবিবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর শাসনগাছা এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় তাকে। পরে তার শরীরে তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মাঈনুদ্দিন আজকের কুমিল্লাকে জানান, ‘আজ দুপুর ২টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকা থেকে কাজল নামের এক ব্যক্তিকে ১৫০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তবে সে যুবলীগের নেতা কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই’।