কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ৪ সংগঠন

স্টাফ রিপোর্টার:
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট। ২২ ফেব্রুয়ারি টুর্ণামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে।
এই ক্রিকেট টুর্ণামেন্টে কুমিল্লার চারটি মিডিয়া সংগঠন অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংগঠনগুলো হল-
কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম। কুমিল্লার কর্মরত প্রায় ১১২ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করছেন।
টুর্ণামেন্টে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের অধিনায়কত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু , কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের অধিনায়কত্ব পালন করবেন কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও তামজিদ হোসেন লিপু ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মাইটিভির আবু মুসা, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির অধিনায়কত্ব পালন করবেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসাইন ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন দেশ টিভির সুমন কবির এবং কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের অধিনায়কত্ব পালন করবেন জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল সুমন।