সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৩, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

স্বজনদের সান্নিধ্যে ঈদের আনন্দ উদযাপন করতে ঘরমুখো হয়েছেন মানুষ। কুমিল্লা রেল স্টেশন দেখা যাচ্ছে মানুষের স্রোত। ঈদে যাতায়াত দুর্ভোগ থাকলেও ঘরে ফেরার আনন্দের কাছে তা একেবারেই তুচ্ছ! তাইতো কুমিল্লা শহরে বাস, ট্রেন কোথাও তিল ধারণের ঠাঁই নাই। যতই ঝক্কি-ঝামেলা হোক প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে উবে যাবে সব কষ্ট! গতকাল শুক্রবার রাজধানী ছেড়েছেন মানুষ। অপেক্ষার মধ্যেও যাত্রীদের চোখে-মুখে ছিল ঈদের আনন্দ। শুরু হয়েছে ঘরে ফেরা। ঈদ যতই ঘনিয়ে আসবে ততই কুমিল্লা রেলস্টেশন ভীড় হতে শুরু করবে। অধীর আগ্রহে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকে স্টেশন দাঁড়িয়ে আছে প্রিয়জনের জন্য। বাচ্চাদের অনেকেই ঘুমিয়ে পড়েছে, বিশাল বিশাল ব্যাগ-প্যাকের ওপর। কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডের দৃশ্য এমনটাই ছিল গতকাল। ঘরে ফেরা চাপ বাড়ছে রেলস্টেশনে। কিন্তু সেই তুলনায় সীমিত ট্রেন আর ট্রেনের বগি সংকটে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। রেল মন্ত্রণালয়ের সচিব জানান, যতগুলো বগির প্রয়োজন ততটা নেই। যেখানে শত শত মানুষ ছাদে উঠে নিচ্ছে ঝুঁকি। সব কিছু ছাপিয়ে এখন স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার স্বপ্নে বিভোর।

আর পড়তে পারেন