কুমিল্লা-৪: একই পরিবারের ৩ সদস্যের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টারঃ
এবার কুমিল্লা-৪ আসনে নির্বাচনী প্রার্থী হতে চাইছেন একই পরিবারের তিন সদস্য।
স্বামী, স্ত্রী ও ছেলে তিনজনই বিএনপির মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, তার সহধর্মিনী জেলা বিএনপির সহ-সভাপতি এবং তার ছেলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিজবীউল আহসান মুন্সি বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিক্রির প্রথম দিনই তারা মনোনয়নপত্র কিনেছেন বলে নিশ্চিত করা গেছে।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা দেবিদ্বার থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।