কুমিল্লা নগরীর ইলেকট্রনিক্স মার্কেটে তদারকি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে চার্জার ফ্যান ও রিচার্জেবল পণ্য বিক্রির দোকানগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টা থেকে নগরীর স্টেডিয়াম মার্কেট ও কান্দিরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রেতাকে ভাউচার প্রদান না করা ও ইচ্ছেমাফিক দামে রিচার্জেবল ইলেকট্রনিক্স পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো- স্টেডিয়াম মার্কেটের রুপালী এন্ড ইউরেকা ইলকট্রনিক্সকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা। কান্দিরপাড় এলাকার তিশা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা এবং মিউজিক টেলিকমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।