“চট্টগ্রাম রেঞ্জ’’ কাবাডি প্রতিযোগিতায় বান্দরবন জেলা পুলিশ চ্যাম্পিয়ন
শাহ ইমরানঃ
কুমিল্লায় “চট্টগ্রাম রেঞ্জ” কাবাডি প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল ম্যাচে কুমিল্লা জেলা পুলিশকে হারিয়ে বান্দরবন জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় বান্দরবন জেলা পুলিশ ২৯ পয়েন্ট এবং কুমিল্লা জেলা পুলিশ ১৯ পয়েন্ট অর্জন করে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের মহসিন মৃধা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন । ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বান্দরবন জেলা পুলিশের নাজিমুল।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ বিশেষ শাখার অতিঃ পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানবীর সালেহীন ইমন, ডিআইওয়ান মাহবুব মোরশেদ, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম প্রমুখ।
(১৭ সেপ্টেম্বর) এ কাবাডি প্রতিযোগিতা শুরু হয়।