শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ‘লকডাউন’ কার্যকর করতে মাঠে সক্রিয় অবস্থানে প্রশাসন।

‘কঠোর লকডাউন’ এর দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) দিন ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এর নেতৃত্বাধীন পৃথক টিম।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা, অবৈধ ব্যাটারী চালিত রিক্সা চলাচল, মাস্ক পরিধান না করার অপরাধে ১১জনকে ১১ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এর আগে ‘লকডাউন’ এর প্রথম দিন বৃহস্পতিবার ১৭টি মামলায় নগদ ৫হাজার ৮শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এসময় সেনা বাহিনী ও চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- দিনের পাশাপাশি রাতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

আর পড়তে পারেন