শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০২৪
news-image

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বশির আহমদ চৌধুরী, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বিজিবি’র বিওপি কমান্ডার দেবব্রত বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাস্টার মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সারওয়ার লিমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আর পড়তে পারেন