চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় হানিফ মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক মোটরসাইকেল আরোহী।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুর দেড় টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের শহীদপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত হানিফ মিয়া চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের উত্তর বার্বুচী এলাকার মৃত. সুরুজ মিয়ার ছেলে। আহতের পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনজুরুল ইসলাম জানান, চলন্ত মোটরসাইকেলকে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।