মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৯
news-image

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে “আল-মক্কা ট্রাভেলস্” এর উদ্যোগে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে উপজেলার মুন্সীরহাট বাজারস্থ “আল-মক্কা ট্রাভেলস্” এর শাখা কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আলহাজ¦ মুফতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মুন্সীরহাট ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার, মুন্সীরহাট আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু তাহের।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মো. কবির আহমেদ, শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, ডা. মো. শামীম, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ্, মুহা. ফখরুদ্দীন ইমন প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জে গমনেচ্ছুকগণ উপস্থিত ছিলেন। এসময় তাদেরকে হজ্জের আরকাম-আহকামসহ যাবতীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আর পড়তে পারেন