চৌদ্দগ্রামে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কাঁকড়ি নদীর তীরে অবস্থিত উপজেলাটির অধিকাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর সাথে সাথে সৃষ্টি হয়েছে মারাত্মক নেটওয়ার্ক বিপর্যয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে আকস্মিকভাবে পুরো উপজেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনেও যোগাযোগ সম্ভব হচ্ছে না।
ফেনী জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চৌদ্দগ্রামেও তার প্রভাব পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইন্টারনেট সংযোগের কোনো সম্ভাবনা নেই, এমনকি মোবাইল নেটওয়ার্কও বন্ধ। রবি, এয়ারটেল, বাংলালিংক ও গ্রামীণফোনসহ সব মোবাইল অপারেটরের সংযোগ বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, মোবাইল টাওয়ারগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ায় এই নেটওয়ার্ক সমস্যা সৃষ্টি হয়েছে।
এর আগে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে কাঁকড়ি নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বুধবার প্রায় ৫০ হাজার মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে যায়। বৃহস্পতিবার সকাল থেকে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে। বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বন্যায় আক্রান্ত। শত শত হেক্টর ফসলি জমি, রাস্তা, ঘরবাড়ি, মাছের ঘের ও শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।